সাত মাসে সর্বোচ্চ আক্রান্ত, বেড়েছে মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২১, ০৪:৫৯ পিএম

সাত মাসে সর্বোচ্চ আক্রান্ত, বেড়েছে মৃত্যু

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। এদের মধ্যে ২৫ জন পুরুষ এবং নারী ৫ জন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮০৯ জন।

দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছরের ২০ অগাস্ট এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ২ হাজার ৮৬৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছিলো।

আর সর্বশেষ আড়াই মাস আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিলো গত ৭ জানুয়ারি। সেদিন করোনায় নতুন করে ৩১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে ৩০ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮০৯ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭৩ হাজার ৬৭৮ জন হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন শনাক্ত ক্রমান্বয়ে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৫৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন হয়েছে। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৭ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। আর গত কয়েকদিন ধরেই মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০টি নমুনা। এর মধ্যে সরকারি  ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৭৮ হাজার ২৯৩টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৯৩৭টি।

Link copied!