দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। এদের মধ্যে ২৫ জন পুরুষ এবং নারী ৫ জন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮০৯ জন।
দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছরের ২০ অগাস্ট এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ২ হাজার ৮৬৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছিলো।
আর সর্বশেষ আড়াই মাস আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিলো গত ৭ জানুয়ারি। সেদিন করোনায় নতুন করে ৩১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে ৩০ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮০৯ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭৩ হাজার ৬৭৮ জন হয়েছে।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন শনাক্ত ক্রমান্বয়ে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৫৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন হয়েছে। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৭ শতাংশ।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। আর গত কয়েকদিন ধরেই মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০টি নমুনা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৭৮ হাজার ২৯৩টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৯৩৭টি।