সিটি স্ক্যানের জন্য হাসপাতালে খালেদা জিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২১, ১০:১২ পিএম

সিটি স্ক্যানের জন্য হাসপাতালে খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আাগে রাত সোয়া ৯টার দিকে বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদাকে বহনকারী গাড়ি বের হয়। গাড়ির পেছনের আসনে বেগুনী রঙের পোশাক পরা খালেদার সঙ্গে আরও একজনকে দেখা যায়। গাড়ির সামনের আসনে দেখা যায় তার গৃহকর্মী ফাতেমাকে।

হাসপাতালে নেওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেনও ছিলেন।

এ বিষয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, ‘আমরা আরও আগেই বলেছিলাম ম্যাডামের (খালেদা জিয়া) সিটি স্ক্যান করতে হবে। তার সব পরীক্ষা করা হয়েছে। শুধু সিটি স্ক্যানটা করানো হচ্ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, দ্রুত সময়ের মধ্যেই আজ রাতেই সিটি স্ক্যানটা করিয়ে ফেলব।’

চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক আরও জানান, ‘ম্যাডামের (খালেদা জিয়া) আজকে আক্রান্ত হওয়ার সপ্তম দিন। কোভিডের পরিভাষায় তিনি এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছেন। আমি আগেও বলেছি যে, কোভিডের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা পার্থক্য আছে। কোভিডের যত সাবধানতা, যত জটিলতা সেগুলো সাধারণত সেকেন্ড উইকেই হয়। সেজন্য আমরা আরেকটু সাবধানতা অবলম্বন করতে চাই।’

এর আগে বিকেলে চেয়ারপারসনের ব্যক্তিগত আরেক চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, খুব দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার বিষয়টা নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ভিত্তিতে।

গত শনিবার সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এখন পর্যন্ত তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

Link copied!