১৮ বছর হলেই করোনার বুস্টার ডোজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ১০:৩২ পিএম

১৮ বছর হলেই করোনার বুস্টার ডোজ

এখন থেকে ১৮ বছর হলেই করোনার বুস্টার ডোজ নিতে পারবে মানুষ। যা আগে ছিল ৪০ বছর। দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস পার হলেই বুস্টার ডোজ নেয়া যাবে। যাদের দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এসএমএস পাননি তারাও কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

১৭ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় দেশে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেয়া হবে। বাংলাদেশে এতদিন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ৬ মাস পর বুস্টার ডোজ দেয়া হচ্ছিল। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক অতীব জরুরি এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন।

Link copied!