ভিন্নরকম কর্মসূচিতে আন্দোলন অব্যাহত রেখেছে শাবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২২, ০৩:২৫ এএম

ভিন্নরকম কর্মসূচিতে আন্দোলন অব্যাহত রেখেছে শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ শনিবার ক্যাম্পাসে প্রতিবাদী আবৃত্তি-গান পরিবেশনা করেছেন শিক্ষার্থী। ক্যাম্পাসে চালানো হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। এ ছাড়া স্থায়ী টং দোকান স্থাপন করা শুরু হয়েছে।

আজ সন্ধ্যা রাত সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় গান-কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।

এর আগে বিকেলে ক্যাম্পাসে পাঁচটি টং দোকান বসানোর উদ্যোগ নেওয়া হয়। টংগুলোর নামও দেওয়া হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে মিল রেখে। এর মধ্যে উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ শিক্ষার্থীর অনশন কর্মসূচিতে অংশ নেওয়ায় ‘ওরা ২৮ জন’, শিক্ষকের মন্তব্যের জেরে ‘চাষাভুষা টং’, এর আগে হওয়া আন্দোলনের নামানুসারে ‘অর্বাচীন’ নামকরণ করা হয়েছে। এ ছাড়া বাঁশবাগান ও লিচুতলা নামে আরও দুটি টং দোকান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ দুপুর ১২টার দিকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বস্তা হাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে শুরু করে হ্যান্ডবল গ্রাউন্ড, ফুডকোর্ট এলাকা ও মুক্তমঞ্চের আশপাশের ময়লা–আবর্জনা পরিষ্কার করেন।

Link copied!