মস্কোর যে প্রস্তাব প্রত্যাখান করলো কিয়েভ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ০৭:৩৭ পিএম

মস্কোর যে প্রস্তাব প্রত্যাখান করলো কিয়েভ

চলমান আলোচনায় ইউক্রেনকে সামরিক ক্ষেত্রে সুইডেন ও অস্ট্রিয়ার মতো হওয়ার রাশিয়ার প্রস্তাব প্রত্যাখান করেছে জেলেনস্কি সরকার।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, সুইডেন ও অস্ট্রিয়া সামরিক ক্ষেত্রে নিরপেক্ষ। তাদের নিজস্ব সেনাবাহিনী থাকলেও ইউরোপের এই দেশ দুটি  তাদের মাটিতে অন্য কোনো দেশের সামরিক ঘাঁটি স্থাপন করতে দেয় না ও বিদেশী সৈন্যদের অবস্থান করতে দেয় না। রাশিয়ার দিক থেকে এ ধরনের একটি প্রস্তাব আলোচনার টেবিলে উত্থাপন করা হলে ইউক্রেন তা প্রত্যাখান করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ও ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি মাইখাইলো পোদোলায়েক রাশিয়ার প্রস্তাবের বিষয়ে বলেন, ইউক্রেন এখন রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে আছে। আর এর ফলস্বরূপ শুধুমাত্র ইউক্রেন বর্তমানে সামরিক দিক দিয়ে যে রকম আছে সে রকমই থাকবে।

এর আগে ইউক্রেনকে পুরোপুরি অস্ত্রহীন করে দেওয়ার দাবি জানালেও ওই দাবি থেকে কিছুটা ছাড় দিতে চেয়েছিল রাশিয়া। তবে পুতিন প্রশাসনের এই প্রস্তাবে অসম্মতি জানায় জেলেনস্কি সরকার।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে জানিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। ইউক্রেন সামরিক দিক দিয়ে নিরপেক্ষ হওয়ার বিষয়ে রাজি আছে বলেও ইঙ্গিত দেন তিনি। 

Link copied!