রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে ৬ ভাষায় 'রিপোর্টিং’, জনপ্রিয়তার তুঙ্গে সাংবাদিক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১০:৫২ এএম

রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে ৬ ভাষায় 'রিপোর্টিং’, জনপ্রিয়তার তুঙ্গে সাংবাদিক

রাশিয়া ইউক্রেন সংকটের সর্বশেষ খবর পেতে বিশ্ববাসী এখন প্রতিনিয়ত চোখ রাখছে গণমাধ্যমে। বিভিন্ন ভাষাভাষীর পাঠকের কাছে সেই খবর পৌঁছে দিতে ছয়টি ভাষায় প্রতিবেদন করেছেন এক সাংবাদিক। সংবাদমাধ্যম ইন্ডি১০০ ‘র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকের নাম ফিলিপ ক্রাউথার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে(এপি) আন্তর্জাতিক সংবাদদাতা হিসেবে কাজ করেন তিনি।  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই রিপোর্টিংয়ের ভিডিও।

ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি ও জার্মান ভাষায় রিপোর্টিং করেছেন ফিলিপ। সংবাদসংস্থাগুলো সাধারণত বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য চুক্তির ভিত্তিতে খবর সরবরাহ করে থাকে। ফলে আন্তর্জাতিক সংবাদসংস্থা হিসেবে বিভিন্ন ভাষায় রিপোর্টিংয়ের প্রয়োজন হয়। আর সেই প্রয়োজনই মিটিয়েছেন ফিলিপ।

ফিলিপের বাবা ব্রিটিশ ও মা জার্মান। ফলে এই দুটি ভাষায় তিনি ছোটবেলা থেকেই দক্ষ। সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর হোয়াইট হাউজ প্রতিনিধি তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিবেদনের জন্য বেশ খ্যাতি পেয়েছেন তিনি। পেয়েছেন বহু আন্তর্জাতিক স্বীকৃতিও।

সাংবাদিক ফিলিপের ভিডিওটি দেখেছেন ৩ মিলিয়ন মানুষ এবং লাইক পড়েছে ৩৩ হাজার।

Link copied!