'নগদ' আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৩, ০২:৪০ এএম

'নগদ' আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো

মোবাইল ফাইনান্সিয়াল এজেন্সি (এমএফএ) নগদ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করতে লাইসেন্স পেয়েছে।

বুধবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংক এর আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ লাইসেন্স ইস্যু করে।

এখন থেকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে 'নগদ ফাইনান্স পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি)' নামে আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেশে মোট ৩৫ টি আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। 'নগদ' নিয়ে এ সংখ্যা দাড়ালো ৩৬।

Link copied!