অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, টাই পরা তো আমাদের সংস্কৃতি নয়। টাই পরলে বানরের মতো লাগে। এটি তো ফাঁসি। বাংলাদেশের পোশাক পরার সংস্কৃতি নিয়ে এক প্রশ্নে সলিমুল্লাহ খান এমন মন্তব্য করেন।
শুক্রবার ডয়েচে ভেলের আয়োজনে ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ নামের এক অনুষ্ঠানে যুক্ত হন ড. সলিমুল্লাহ খান। সেখানেই তিনি অন্যান্য প্রসঙ্গ আলোচনা করতে করতে এ কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন।
অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ইস্যুতে এক প্রশ্নের জবাবে সলিমউল্লাহ খান বলেন, ‘শাড়ি পরা আমাদের ঐতিহ্য। ঠাকুরবাড়ি থেকে শাড়ি পরার অভ্যাসটি আমরা শিখেছি। সালোয়ার কামিজ পরাও আমাদের ঐতিহ্য। পৃথিবীর সব জায়গা থেকে আমরা নেব। টিপ পরা আমাদের কালচার কেন নয়, টিপ মেয়েরাও পরে। হিন্দু নারীরাও পরে। ধর্মান্তরিত হয়েছে বলে সেখানে টিপ পরা যাবে না এরকম আলোচনা আমাদের সমাজে হতে পারে। তাই বলে রাস্তায় দাঁড়িয়ে কারও গায়ের ওপর মোটরসাইকেল তুলে দেওয়া ঠিক নয়।’
তিনি বলেন, ‘হিজাব পরা যাবে না, সেটি তো ঠিক না। টিপ পরা যাবে না সেটিও তো ঠিক না। মানুষের কিছু স্বাধীনতা তো লাগে।’
টাই পরা প্রসঙ্গে খালিদ মুহিউদ্দীনের উদ্দেশে সলিমউল্লাহ খান বলেন, ‘আপনি টাই পরে বসে আছেন এটি কি আমাদের সংস্কৃতি? ইংরেজরা আসার আগে কি আমরা টাই পরতাম? কিছু মনে করবেন না, টাই পরলে বানরের মতো লাগে। এটি তো ফাঁসি। তাহলে কি টাই পরার বিষয়েও আমরা আন্দোলন করব? ভদ্রলোকের বাচ্চারা কি তা করবেন?’