জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক শুরু হয়েছে। পরিবহন মালিক-শ্রমিক ও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠকে বসেছেন সরকারের নীতিনির্ধারকরা। রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
বৈঠক শুরু হলেও সারাদেশে এখনো পরিবহন ধর্মঘট চলমান। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল, সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোন বার্তা না পেলে ধর্মঘট চলতে থাকবে। তাই আজ ধর্মঘট উঠবে কিনা তা জানার জন্য বৈঠক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এর আগে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানোর দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।
পরিবহন ধর্মঘট থেকে সরে আসার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সমিতি অনানুষ্ঠানিক বৈঠক করলেও কোন সমাধান না আসায় ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দেয়া হয়