ঢাকা কলেজের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ঢাকা কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এরপর শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে সরে গেলেও ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা পৌনে একটার দিকে নীলক্ষেত এলাকায় পুলিশের দুটি সাঁজোয়া যান ঢুকেছে। পুলিশ নীলক্ষেত মোড় থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এরপর শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে বেলা ১টা ২৫ মিনিটের দিকে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে পুলিশ। এর আগে পর্যন্ত কোনো পুলিশকে সংঘর্ষস্থলে দেখা যায়নি।
আজ সকালে আবারও ব্যবসায়ী-শিক্ষার্থী শুরু হয়। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে। ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: