বিশ্বে একদিনে করোনা শনাক্তে রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ০১:৫৪ পিএম

বিশ্বে একদিনে করোনা শনাক্তে রেকর্ড

একদিনে বিশ্বে করোনাভাইরাসে পৌনে ১০ লাখ রোগী শনাক্ত হল, যা এযাবত কালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে ২৭ কোটি ৮৫ লাখের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩২ জনের। এ নিয়ে মোট প্রাণহানি ৫৪ লাখ ছাড়িয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, সংখ্যাটা ১ হাজার ১৪৯ জন। নতুন রোগী মিলেছে ২ লাখ ৬৭ হাজার। যা এক বছর পর দেশটিতে সর্বোচ্চ শনাক্ত।

রাশিয়ায় একদিনে এক হাজার জনের প্রাণহানি হয়েছে। ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে। যুক্তরাজ্যে রোগী মিলেছে ১ লাখ ১৯ হাজার, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর সর্বোচ্চ।

ফ্রান্সে সংক্রমিত হয়েছে ৯১ হাজার আর স্পেনে প্রায় ৭৩ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। জার্মানিতে বৃহস্পতিবার প্রথম ওমিক্রনে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওমিক্রন আতঙ্কে ভারতের মধ্যপ্রদেশে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। আস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

সূত্র:রয়টার্স

Link copied!