নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার আহ্বানে সাড়া দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। তার আগে, রাষ্ট্রপতির কাছে লেখা এক চিঠিতে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে দিলটি। বুধবার (২২ ডিসেম্বর) রাষ্ট্রপতি বরাবর লিখিত এক চিঠিতে জাসদ এই প্রস্তাব দিয়েছে।
চিঠিতে জাসদ রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বলেছে, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি নিশ্চয় যথোপযুক্ত ব্যক্তি খুঁজে বের করবেন।
চিঠিতে, নির্বাচন কমিশন গঠনের জন্য নির্দিষ্ট আইন তৈরির আহ্বান জানায় জাসদ।
চিঠিতে আরও বলা হয়, সার্চ কমিটি গঠনে ব্যক্তির নাম প্রস্তাব সমীচীন মনে করেনা জাসদ। জাসদের পক্ষ থেকে প্রধান বিচারপতি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মহাহিসাব নিরীক্ষকসহ সাংবিধানিক পদ থেকে কাউকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের সুপারিশ করে।