এপ্রিল ২৪, ২০২৩, ০৪:৪৩ পিএম
সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুন লাগার ঘটনায় একই পরিবারে পাঁচজন যাত্রী দগ্ধ হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ গোলচত্বরের দক্ষিণ পাশে অটোরিকশার সিলিন্ডার গ্যাস লিকেজ হলে তারা দগ্ধ হন। সিএনজিচালিত অটোরিকশাটি কর্ণফুলী থেকে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলো।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন-বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তারা সবাই কর্ণফুলী থানার উত্তর শিকলবাহার গোদার পাড়ের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য বলে বাকলিয়া থানা পুলিশ সুত্রে জানা গেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সময় দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “সিএনজিচালিত অটোরিকশাটি কর্ণফুলী থেকে বহদ্দারহাটের দিকে যাওয়ার পথে বাকলিয়া থানার নতুন ব্রিজ গোলচত্বরের দক্ষিণ পাশে সিলিন্ডার গ্যাসে আগুন ধরে যায়। এতে পরিবারের সবাই কমবেশি আগুনে দগ্ধ হয়েছেন। তবে সিএনজিতে থাকা জান্নাত নামে শিশুটির অবস্থা একটু আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা আরও বলেন, উপস্থিত জনগণের চেষ্টায় অটোরিকশার আগুন নিয়ন্ত্রণে আসে। সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন লেগে গেলে সিএনজি চালক পালিয়ে যায়।” অটোরিকশাটি থানা হেফাজতে নেয়া হয়েছে বলেও তিনি জানান।