অন্তঃসত্ত্বা নারীর মরদেহ রেখে হাসপাতাল থেকে পালালেন দুই যুবক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ১০:৫২ পিএম

অন্তঃসত্ত্বা নারীর মরদেহ রেখে হাসপাতাল থেকে পালালেন দুই যুবক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মধ্যরাতে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ রেখে পালিয়েছেন দুই যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রথম প্রহরে ফেলে যাওয়া ওই যুবকদের পরিচয় যেমন মেলেনি, ওই নারীর পরিচয়ও জানা যায়নি। ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর।

পুলিশ জানায়, তারা ওই নারীকে জরুরি বিভাগের সামনে ট্রলিতে রেখে টিকিট কাটার কথা বলে চলে যায়। তারা ফিরে না আসায় ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান ওই নারীকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

চিকিৎসক এসে দেখেন যে ওই নারী মৃত। এরপর মৃতদেহ সেখানে দীর্ঘক্ষণ রাখা হলেও ওই দুই যুবকের কেউ আর আসেনি। তখন লাশটি অজ্ঞাত হিসাবে মর্গে নেওয়া হয়। আর ঘটনাটি জানানো হয় শাহবাগ থানায়।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে শাহবাগ থানা এসআই আকতার জানান, প্রায় ৫/৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরনে ছিল সবুজ রঙের ম্যাক্সি।

পরিচয় সনাক্তের জন্য সিআইডি ওই নারীর আঙ্গুলের ছাপ, নখ, চুল সংগ্রহ করেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আকতার বলেন, পাশাপাশি ময়নাতদন্তকারী চিকিৎসকও ওই নারীর শরীরের কিছু নমুনা সংগ্রহে করে পরবর্তী পরীক্ষার জন্য রেখেছেন।

Link copied!