অবশেষে এলো স্বস্তির বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ১০:৫৬ পিএম

অবশেষে এলো স্বস্তির বৃষ্টি

তীব্র ও কোথাও কোথাও মাঝারি ধরণের তাপপ্রবাহ চলছে সারাদেশে। স্মরণকালের সর্বোচ্চ গরমে বিপর্যস্ত হয়ে আছে জনজীবন। তীব্র তাপপ্রবাহে কয়েকদিন ধরে নাজেহাল দেশবাসী। এই তীব্র গরম শীঘ্রই কমার কোনো সম্ভাবনাও নেই। বৃষ্টির জন্য রাজধানীতে বিশেষ নামাজও (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে। অবশেষে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটের কোম্পানীগঞ্জের জনগণ।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে শুরুর পর রাত ১০টার দিকে হয় শিলাবৃষ্টি।  

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।'

এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগ বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্ঠি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেলো।

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সীমিত পরিসরে ঝড়বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না জনগণের। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Link copied!