অমর একুশে বইমেলার সময় বাড়ল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১২:৪২ পিএম

অমর একুশে বইমেলার সময় বাড়ল

আগামী ১৭ মার্চ পর্যন্ত অমর একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসার মধ্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

রবিবার সচিবালয়ে মন্ত্রীর সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য  জানান।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের  পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে শনাক্তের সংখ্যা ও হার দ্রুত বাড়তে থাকে। চলতি বছরের গত ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক শনাক্তের হার ২০ শতাংশের বেশি ছিল। ফলে ফেব্রুয়ারির অর্ধেক পর্যন্ত বইমেলা পিছিয়ে দেয় সরকার। মেলা শুরু হয় ১৫ তারিখ থেকে।

ওই সময় বলা হয়েছিল করোনা পরিস্থিতির উন্নতি না হলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। তবে, গত এক সপ্তাহর বেশি সময় ধরে করোনার সংক্রমণ কমছে। শনাক্তের নেমে এসেছে পাঁচ শতাংশের নিচে। করোনা পরিস্থিতির এ উন্নতির মধ্যে বইমেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল সংস্কৃতি মন্ত্রণালয়। এর আগে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।

Link copied!