আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে দুটো ব্যাপার-সন্ত্রাস ও দুর্নীতি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৩, ১০:৩২ পিএম

আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে দুটো ব্যাপার-সন্ত্রাস ও দুর্নীতি

ক্ষমতাসীন আওয়ামী লীগই অগ্নিসন্ত্রাসের হোতা ও বিদেশিদের কাছে ধর্না দেয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে থাকা দুটো ব্যাপার সন্ত্রাস ও দুর্নীতি থেকে তারা বেরুতে পারেন না বলেও মির্জা ফখরুল মন্তব্য করেন।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতা ‘বিএনপি অগ্নিসন্ত্রাসের হোতা ও দলটির নেতারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন’ বলে অভিযোগ করেন।

তাদের পাল্টা অভিযোগে বিএনপি মহাসচিব বলেন, “বিদেশিদের কাছে আমরা যাই না। তারা আমাদের আমন্ত্রণ করেছেন বলে গিয়েছি। যতবার গিয়েছি তাদের আমন্ত্রণে গিয়েছি। আমাদের চেয়ে একশ ভাগ বেশি আওয়ামী লীগ গেছে, এখনো যাচ্ছে। সেদিনও ওবায়দুল কাদের (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক) তাদের টিম নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে গেছেন। তাহলে ধরনা কারা দিচ্ছেন? আওয়ামী লীগ নেতারা দিচ্ছেন।”

সংবাদ সম্মেলনে ‘আওয়ামী লীগই অগ্নিসন্ত্রাসের হোতা’ বলে পালটা অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “বিএনপি কখনোই অগ্নিসন্ত্রাস করেনি। এ সন্ত্রাস আওয়ামী লীগের জিনে আছে। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে দুটো ব্যাপার আছে, একটা সন্ত্রাস ও আরেকটা দুর্নীতি। এ থেকে তারা বেরুতে পারেন না।”

এসময়  তিনি আরও বলেন, “ যখন তারা ক্ষমতা পান তখন সর্বগ্রাসী দুর্নীতি, সবকিছু লুট করে নিয়ে যান। বর্গীরা যেমন লুট করে নিয়ে চলে যায়, তেমনি তারা ক্ষমতায় এসে লুট করে নিয়ে চলে যান। এটা হচ্ছে আওয়ামী লীগ।”

আওয়ামী লীগ কোটি কোটি ডলারে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “সবখানে গিয়ে তারা বলছে, ভাই এবারকার নির্বাচনটা করতে দাও। এভাবে করতে দাও যাতে আমাদের প্রতিপক্ষ কেউ না থাকে। যাতে করে আগেরমতোই ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন করতে পারি। তাই একথাগুলো (বিএনপি ধরনা দিচ্ছে) একেবারেই অবান্তর। এ কথাগুলোর কোনো মূল্য নেই।”

রাজধানীর নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা তুলে ধরেমির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হচ্ছে না। ফায়ার ব্রিগেডও বলছ, এটা শর্ট-সার্কিটে হতে পারে। সবগুলোতে খেয়াল করে দেখবেন। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কথা বলার আগেই একজন বলে দিলেন এটাতে বিএনপি জড়িত আছে কিনা দেখতে হবে। এখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, অগ্নিসন্ত্রাস করে বিএনপি। আরে অগ্নিসন্ত্রাসের মূল হোতা আওয়ামী লীগ।”

জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব আরও বলেন, “ তাদের উচিত হবে সময় থাকতেই বিরোধী দলের দাবি মেনে নেওয়া। পদত্যাগ করা, সংসদ বিলুপ্ত করা এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হন্তান্তর করে নতুন নির্বাচন কমিশন করে নির্বাচন করা। এটাই হচ্ছে একমাত্র পথ।”

সংবাদ সম্মেলনে সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন বিএনপির মহাসচিব। বঙ্গবাজারসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে এসব অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবিও জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। 

Link copied!