বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতারা কথা দিয়ে কথা রাখেন না, তাদের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি।
রবিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে।
তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচন প্রসঙ্গে আমাদের অবস্থান খুব পরিষ্কার; আওয়ামী লীগের সরকার পদত্যাগ না করলে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোন প্রশ্নই আসে না।’
সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা অমানবিক। এই মূল্য বৃদ্ধির মূল কারণটা হচ্ছে এই সরকার দুর্নীতিবাজ। সিন্ডিকেট করে দুর্নীতিতে জড়িয়ে আছে তাদের লোকেরা। যে কারণে তারা জনগণের ওপর ভয়াবহ অত্যাচার-নিপীড়ন করছে।’