আওয়ামী লীগ থাকলে বাংলাদেশে গণতন্ত্র থাকে: মোহাম্মদ এ. আরাফাত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৩, ০৫:১৩ পিএম

আওয়ামী লীগ থাকলে বাংলাদেশে গণতন্ত্র থাকে: মোহাম্মদ এ. আরাফাত

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশে গণতন্ত্র থাকে এবং এবিষয়টি গোটা  বিশ্বকে দেখিয়ে দেওয়ার  প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

সোমবার ১০ জুলাই সকাল ১১টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে  তিনি একথা বলেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, “নানা সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না। যতবেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা ততবেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঢাকা-১৭ আসনের এই নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেবো, আওয়ামী লীগ থাকলে এদেশে গণতন্ত্র থাকে।”

স্বাধীনতাবিরোধী উগ্রবাদী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে এই প্রার্থী আরও বলেন, “তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে।”

এসময় তিনি আরও বলেন, “এরা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করবে। সেদিকে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বয়ে দেবো।”

মোহাম্মদ এ আরাফাত আরও বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, অত্র এলাকায় যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়ে আছে সেগুলোর সমাধান করবো। এই আসনে আগে আওয়ামী লীগের কোনো এমপি ছিল না। আমি আপনাদের ঘরের লোক, আওয়ামী লীগের লোক।”

তিনি  বলেন,‌ এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সাথে পরামর্শ করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্ঠা করবো। একটি একটি করে সমাধান করবো। যতগুলো বস্তি আছে, যেখানে নিম্ন আয়ের মানুষের বসবাস করেন তাদের যে সমস্যাগুলো আছে, সকল সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।

Link copied!