আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাচ্চু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ০৯:২১ এএম

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাচ্চু

সভাপতি নির্মল রঞ্জন গুহ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ চিকিৎসার জন্য গত ১৬ জুন দুপুর ২টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে গেছেন। এ অবস্থায় সংগঠনিক কর্যক্রম এগিয়ে নিতে শনিবার সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর পরিচালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

প্রসঙ্গত, গত ১২ জুন রাতে রক্তচাপ বেড়ে যাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরবর্তীতে তার হার্টে দু’টি ব্লক ধরা পড়ায় সেখানে রিং বসানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

Link copied!