বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আল্লাহর রহমত প্রার্থনা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৩, ১০:০৯ এএম

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আল্লাহর রহমত প্রার্থনা

দেশের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে। আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি সব বালা-মুসিবত থেকে দুনিয়ার হেফাজতের জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত ছিল ময়দান প্রাঙ্গণ। মোনাজাতে লাখ লাখ মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আকুতি জানান।

এর আগে সকালে শীত উপেক্ষা করে হাজারও মানুষ  আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা মাঠে এসেছেন মুসল্লিরা। জানা গেছে, এর মধ্যে দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল, গাজীপুরের বিভিন্ন উপজেলা, ময়মনসিংহ, ভালুকা, নরসিংদী ও ঢাকা থেকে সকাল হতে ইজতেমা ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন মুসল্লিরা।

বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন ইজতেমার আয়োজকরা ধারণা করছেন। এর আগে অনুষ্ঠিত হয়েছে হেদায়েতি বয়ান। মাওলানা ইবরাহিম দেওলা হেদায়েতি বয়ান করেছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের নিজেদের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা পালন করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখে। সে হিসেবে এখন যাঁরা মাঠে আছেন তাঁরা সবাই মাওলানা জুবায়েরের অনুসারী।

Link copied!