জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৩:২৬ পিএম

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জাতিকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন, যা বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়।

গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এক প্রস্তাবে বলা হয়, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি বিশেষ আদেশ জারি করা হবে এবং তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে প্রস্তাব পাস হলে পরবর্তী জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে। নির্ধারিত সময়ের মধ্যে সংসদ তা করতে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে।

অন্য প্রস্তাবটিও প্রায় একই রকম, তবে তাতে শুধু উল্লেখ করা হয়েছে যে ২৭০ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করতে হবে—সময়সীমা অতিক্রম করলে কী হবে, তা নির্দিষ্ট করা হয়নি।

গণভোটের সময় নির্ধারণের দায়িত্ব সরকারকে দেওয়া হয়। তবে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকেই মতভেদ ছিল। ঐকমত্য কমিশন সুপারিশ জমা দেওয়ার পর এই মতপার্থক্য আরও প্রকট আকারে প্রকাশ পায়।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দূর করতে অন্তর্বর্তী সরকার তাদের নিজ উদ্যোগে আলোচনায় বসে সরকারকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু কোনো দলই সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি, এমনকি আলোচনায়ও বসতে পারেনি।

অবশেষে রাজনৈতিক ঐক্যের অভাবে সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছে—জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

Link copied!