আগামী সপ্তাহে কেন ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড?

কূটনৈতিক প্রতিবেদক

জুন ২৬, ২০২৩, ০৪:৫৮ পিএম

আগামী সপ্তাহে কেন ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড?

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। সংগৃহীত ছবি

আসছে জুলাই মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ঢাকা সফরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় মার্কিন দূতাবাসের  একাধিক সূত্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারির ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই সূত্র জানায়, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ওই প্রতিনিধি দলের সাথে ঢাকা সফরে আসবেন।

২০২২ সালের ১৯ মার্চ ঢাকা সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। ওই সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সংগৃহীত ফাইল ছবি

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি সূত্র জানায়, বাংলাদেশের আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দলগুলোর পাশাপাশি সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সাথে মতবিনিময় করবেন  ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। এছাড়া, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে এবং সম্পর্ক গভীর করতে ঢাকার সহযোগিতা ও  অংশগ্রহণও চাইতে পারেন ভিক্টোরিয়া নুল্যান্ড। 

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি মার্কিন দূতাবাসের ওই সূত্র। সফরকালে ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ মোমেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।  

প্রসঙ্গত, গত বছরের ১৯ মার্চ ঢাকা সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ওই সময় তিনি  ঢাকায় অষ্টম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পার্টনারশিপ ডায়ালগে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

Link copied!