আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, “আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে যদি খেলেন, পরিণতি হবে ভয়াবহ। শেখ হাসিনার হত্যার হুমকি দেবেন আমাদের সামনে, আওয়ামী লীগ কি মরে গেছে? আওয়ামী লীগ কি রাজপথ কাউকে ইজারা দিয়েছে? আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথেই আছে। আমাদের নেত্রীকে হত্যার হুমকি, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস; আমরা জবাব দেবো রাজপথে।”
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? নেত্রীকে এভাবে অপমান করা হচ্ছে, এ অপমান কি আমরা সইতে পারি? এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে। তারপর তো দেখছি, উঠে পড়ে লেগেছে। তারা ছাত্রদলকে দিয়েই আন্দোলন নাকি শুরু করবে ক্যাম্পাস থেকে। আমরাও দেখবো, কত ধানে কত চাল। সব কিছুর একটা শেষ আছে। বাড়াবাড়ি ভালো নয়।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন সরকারের অধীনে হবে না, তারা বারবার সরকার বলছে—তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার, অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার; মামাবাড়ির আবদার। এসব সংবিধান বহির্ভূত সরকার। শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে এবং নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হবে আমরা আশা করি। আমরা চাই, নিবন্ধিত সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে।”