আজও চীনের জন্য কার্ল মার্কসের দেয়া তত্ত্ব প্রযোজ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। বৃহস্পতিবার (১৫ জুলাই) বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে কথাগুলো বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিশ্বের সবচাইতে বড় মার্কসবাদী দল হিসেবে চীন তার প্রেক্ষাপট অনুসারে কার্ল মার্কসের তত্ত্বকে ব্যবহার করে সফলতা অর্জন করেছে যার ফল ভোগ করছে গোটা চীন।
সিপিসি’র শততম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ব নেতৃত্বের সামনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের কথা স্মরণ করিয়ে লি জিমিং বলেন, ‘মানুষের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।‘
‘রাজনৈতিক দলের দায়িত্ব: নাগরিকের কল্যাণে কাজ করা’- শীর্ষক এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন শেষে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এ ছাড়াও এই ভার্চুয়াল আলোচনায় যুক্ত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ।