একাডেমিক বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করা রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া রহমান ঢাকা মেডিকেল কলেজ এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
মৃতের বোনজামাই আশরাফ আলী সংবাদমাধ্যমকে জানান, মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের কৃষক রত্ন শেখ হাসিনা আবাসিক হলের ১০ তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে ক্লাসে উপস্থিতি কম থাকায় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে শিক্ষকদের সাথে যোগাযোগ করলে আশ্বস্ত হতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। পরে শেখ হাসিনা আবাসিক হলের ১০ তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মারিয়া।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী হলের গার্ড পাভেল ভূঁইয়া বলেন, হঠাৎ শব্দ শুনে গার্ড রুম থেকে বাইরে এসে দেখি এক ছাত্রী নিচে পড়ে আছে। লাফ দেওয়ার সময় কাঁঠাল গাছের ওপর পড়েছিল, ডাল ভেঙে নিয়ে নিচে পড়েছে। যতটুকু দেখেছি, হাত ভেঙে হাড় বের হয়ে গেছে।’
পরবর্তীতে শিক্ষার্থীকে নিকটস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রোক্টরসহ বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
আত্মহত্যার চেষ্টা করা শিক্ষার্থীর ব্যাচমেট বলেন, সে কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিল। ওর বেশ কয়েকটা সিটি পরীক্ষা ডিউ ছিল। শুনেছি, অনেক স্যাররা ডিউ পরীক্ষাগুলো নিবে না বলেছে। এছাড়া অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি। পরবর্তীতে স্যারদের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা নাকি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এমন কথা বলেছেন।’