আত্মহত্যা নিয়ে স্ট্যাটাসের ছয়দিনের মাথায় শাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৩:২৬ পিএম

আত্মহত্যা নিয়ে স্ট্যাটাসের ছয়দিনের মাথায় শাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছয়দিন আগে স্ট্যাটাস দেন, ‘আকাশ দেখতে না পারার দুঃখে কেউ কি আত্মহত্যা করে?’ এর ছয়দিন পরই আত্মহত্যা করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী মিনহাজুল আবেদীন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে যশোরের নিজ বাড়ি থেকে মিনহাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এসএম সাইদুর রহমান মিনহাজের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, 'তাঁর (মিনহাজুল) মা আজ (বৃহস্পতিবার) সকালে ফোন দিয়ে আমাদের জানিয়েছেন সকালে তারা মিনহাজের রুমে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাদের ধারণা, মিনহাজ আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এর আগেও সে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে আমরা জানতে পেরেছি।'

শাবির গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থী মিনহাজের সহপাঠীরা জানায়, গত পাঁচ দিন আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল সে। এর আগ থেকেই মিনহাজ সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যা নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিত। এছাড়া দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে তাঁর ব্যক্তিজীবনের একাকীত্ব, হতাশা, শিক্ষাজীবনে হতাশার কথাও উল্লেখ করেছিল।

মিনহাজ যশোরের মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। সে বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন রোবোআড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি ছিল।

Link copied!