তালেবানদের হাতে আফগানিস্তানের ক্ষমতা গেলেও বাংলাদেশের সাথে বাণিজ্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরই প্রেক্ষিতে আফগানিস্তানে দেশের ওষুধ রপ্তানি অব্যাহত থাকবে। বর্তমানে বাংলাদেশের প্রায় ২৫ টি প্রতিষ্ঠান আফগানিস্তানে ওষুধ রপ্তানি করছে।
আফগানিস্তানের ব্যাংকিং খাতই সমস্যা
আফগানিস্তানে পণ্য আমদানি বা রপ্তানির জন্য বড় বাধা ব্যাংকিং সেবা। আমদানি ও রপ্তানির বিপরীতে এলসি খোলার পাশাপাশি অর্থ উত্তোলন ও লেনদেনও ধীরগতিতে হয় বলে জানায় আফগানিস্থানে পণ্য রপ্তানিকারকরা। বর্তমানে আফগানিস্তানে ১০ টি ব্যাংক তাদের কার্যক্রম চালাচ্ছে। কিন্তু কয়েকদিন ধরে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। সেখানকার ব্যাংকগুলো স্থানীয়দের টাকা লেনদেনেই ব্যস্ত বলে জানায়।
ওষুধ রপ্তানি সচল থাকবে
দেশের ২৫ টি প্রতিষ্ঠান ওষুধ রপ্তানি করছে আফগানিস্তানে। সিলেটভিত্তিক ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা দ্য রিপোর্টকে জানায়, আফগানিস্তানের ব্যাংকগুলো এখন স্থবির। এছাড়া ফ্লাইট কেমনভাবে চলবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি দেশটির পক্ষ থেকে। তবে আমরা ওষুধ রপ্তানির ক্ষেত্রে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে রাখছি। পরিস্থিতি বুঝে ওষুধ রপ্তানি করা হবে।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব শফিউজ্জামান দ্য রিপোর্টকে বলেন, আফগানিস্তানে যে সরকারই আসুক না কেন ওষুধ রপ্তানি অব্যাহত থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার অবনতি হয়েছে। আশা করি আগামী সপ্তাহেই এই বাধা কেটে যাবে। পূর্বের মতই বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি অব্যাহত থাকবে।
পাট ও সিরামিক রপ্তানি হয়
আফগানিস্তানে ফার্মাসিউটিক্যাল পণ্যর পাশাপাশি স্বল্প পরিমান পাট ও সিরামিক পণ্য রফতানি করে। তবে করোনাকালীন সময়ে এই সকল পণ্য রপ্তানি একটু ধীরগতিতে ছিল। তবে সরকার পরিবর্তন হলেও তার প্রভাব রপ্তানিতে পড়বে না বলে খাত সংশ্লিষ্টরা জানায়।
এদিকে আফগানিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় শুকনো খাবার ও কার্পেট।৫০ জনেরও বেশি আফগান শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করছেন। এছাড়া দেশের ১৭০ টি এনজিও আফগানিস্তানে কার্যক্রম চালাচ্ছে
সতর্ক অবস্থানে বাংলাদেশ
বাংলাদেশ খুব সতর্কভাবে আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আফগানিস্তানে অবস্থানরত বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সব অংশীদারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ খুব সতর্কভাবে আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যার প্রভাব শুধু এই অঞ্চলে নয়, এর বাইরেও পড়তে পারে।