আমিনবাজারে ৬ ছাত্র হত্যা মামলার রায় আজ, আসামিরা আদালতে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২, ২০২১, ০৪:০৫ পিএম

আমিনবাজারে ৬ ছাত্র হত্যা মামলার রায় আজ, আসামিরা আদালতে

সাভারের আমিনবাজারে ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে ৬ ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর)। এরইমধ্যে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহানের আদালত সাভারে ৬ ছাত্র হত্যা মামলার রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনন্দ চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, “এ মামলায় মোট আসামি ৬০ জন। এর মধ্যে ৩ জন মারা গেছে। বর্তমানে আসামির সংখ্যা ৫৭ জন। গত ২১ নভেম্বর ৪০ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ১ জন আসামি জামিনে আছেন। বাকি আসামিরা পলাতক রয়েছে।”

এর আগে গত ২২ নভেম্বর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ (২ ডিসেম্বর) দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে ঘুরতে যান ৭ বন্ধু। ডাকাত সন্দেহে তাদের মধ্যে ছয় জনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর ডাকাতির অভিযোগে আহত আল-আমিনসহ নিহতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক। আর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করে হত্যা মামলা দায়ের করে।

Link copied!