আরো দুই মামলায় জামিন হেলেনা জাহাঙ্গীরের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২১, ০৯:০৩ পিএম

আরো দুই মামলায় জামিন হেলেনা জাহাঙ্গীরের

আরো দুই মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। রাজধানীর পল্লবী থানার প্রতারণা এবং গুলশান থানার মাদক ও বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন।

তবে দুই মামলায় জামিন পেলেও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন না পাওয়ায় এখুনি মুক্তি পাচ্ছেন না হেলেনা জাহাঙ্গীর।

গত ২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে দীর্ঘ চার ঘণ্টা অভিযান চালিয়ে রাত ১২টার দিকে তাঁকে আটক করে সদর দপ্তরে নিয়ে যায় র‌্যাব। পরে ৩০ জুলাই ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওইদিন সন্ধ্যায়ই হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় মামলা দায়ের করা হয়।

এরপর গত ৩ আগস্ট চারটি মামলায় হেলেনা জাহাঙ্গীরের মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট পল্লবী থানায় দায়ের করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন পান হেলেনা জাহাঙ্গীর। 

Link copied!