ডিসেম্বর ৩০, ২০২১, ০১:৩৯ এএম
নির্বাচন কমিশন গঠন বিষয়ে ২৯ শে ডিসেম্বর বুধবার বিকেলে ইসলামি ঐক্যজোটের সভাপতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।প্রতিনিধি দল নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে চার দফা প্রস্তাব পেশ করেন।
যা আছে প্রস্তাবনায়
রাষ্ট্রপতির কাছে পেশ করা প্রস্তাবনায় তারা বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সার্চ কমিটিতে গ্রহণযোগ্য ঈমানদার ব্যক্তিদের নেয়া বাঞ্ছনীয়। এ প্রস্তাবে তারা প্রয়োজনে আইন করে একজন হলেও আলেম ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগের দাবি জানান।
এছাড়াও পেশ করা প্রস্তাবনায় তারা নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সংবিধান অনুযায়ী স্থায়ী আইন করা, নির্বাহী বিভাগ কর্তৃক নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগীতা এবং রাজনৈতিক বিবেচনায় কমিশনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহারের প্রস্তাব পেশ করেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, তাদের প্রস্তাবনা শুনে এগুলো বাস্তবায়নের ওপর রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেছেন।