জুন ২৯, ২০২২, ০৪:২৯ পিএম
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে চালানো নজিরবিহীন জঙ্গি হামলা মামলার পেপার বুক প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। দ্রুত হাইকোর্টের শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, চাঞ্চল্যকর এ মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে ২২ জনকে হত্যার দায়ে নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দেয় আদালত। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এক জনকে খালাস দেওয়া হয়েছে রায়ে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করে পুলিশ।