আল-জাজিরার রিপোর্টের প্রতিবাদ জানালো বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২১, ০৮:০০ পিএম

আল-জাজিরার রিপোর্টের প্রতিবাদ জানালো বাংলাদেশ

আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত একটি রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রনালয়ের উপ প্রধান তথ্য অফিসার তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে এই হীন রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে, আর এই উগ্রবাদীদের মদদ দিয়েছে জামায়াতে ইসলামী। স্বাধীন বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রে কালিমা লেপন করা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে যার বর্ণনা প্রাধান্য পেয়েছে, সেই সাংবাদিক ডেভিড বার্গম্যানকে সাজা দিয়েছিলো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করায় তাকে অভিযুক্ত করা হয়। এই ডেভিড বার্গম্যানকেই সাইকোপ্যাথ বলে অভিহিত করেছিলো আল-জাজিরা  নিজেই।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জড়িয়ে রিপোর্টে যা বলা হয়েছে, তাতে সত্যতার লেশমাত্র নেই। মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তির বরাতে আল-জাজিরার মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যম কী ক’রে এমন সংবাদ প্রচার করে, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর মদদপুষ্ট কিছু সাজাপ্রাপ্ত ও পলাতক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজটি করছে। এই চক্রান্তের সঙ্গে আন্তর্জাতিক চরমপন্থী গ্রুপ এবং আল- জাজিরার মতো প্রতিষ্ঠানও জড়িত।

আল-জাজিরার রিপোর্টকে বাংলাদেশ সরকার শক্তভাবে প্রত্যাখ্যান করছে বলে বিবৃতিতে জানানো হয়।

Link copied!