আশুলিয়া থেকে ভুয়া চাকরিদাতা ২ প্রতারক গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ১২:১২ পিএম

আশুলিয়া থেকে ভুয়া চাকরিদাতা ২ প্রতারক গ্রেপ্তার

সাভারের আশুলিয়া থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার র‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় "বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা" একটি রেজিস্ট্রেশনবিহীন আর্থিক প্রতিষ্ঠান। তারা দীর্ঘদিন ধরে সংস্থাটি প্রতারণামূলকভাবে উত্তর অঞ্চলের গাইবান্ধা এবং আশুলিয়াসহ বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম চালিয়ে আসছিলো। ভুয়া প্রতিষ্ঠানটি এ্যাডমিন অফিসার ও বিভিন্ন লোভনীয় পদে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৮০-৯০ হাজার টাকা হাতিয়ে নিতেন এবং কৌশল হিসেবে প্রতিষ্ঠানে চাকুরী দেওয়া হলেও তাদের বেতনের টাকা কখনো দেয়া হতো না। গাইবান্ধা এলাকা থেকে অবাঞ্চিত ঘোষণার পর তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ঢাকা জেলার জনবহুল এলাকা আশুলিয়া এলাকায় আশ্রয় নেয়।  

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি এসবের সত্যতা স্বীকার করেছে।

এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

Link copied!