আড়ম্বরপূর্ণ পরিবেশে ছাত্রলীগের ৭৫তম জন্মোৎসব

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ১১:৪৮ এএম

আড়ম্বরপূর্ণ পরিবেশে ছাত্রলীগের ৭৫তম জন্মোৎসব

৭৬তম বর্ষে পদার্পণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।  

কুয়াশাচ্ছন্ন হিমশীতল পরিবেশে বুধবার (৪ জানুয়ারি) সকাল ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭৫তম জন্মদিন পালন শুরু করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর সকাল ৮টায় ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সকাল সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে কেক কেটে আগামীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

bcl 75 33

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

bcl75 2

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ হলেও শোভাযাত্রা হবে শুক্রবার (৬ জানুয়ারি)। শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্লাটিনাম জয়ন্তীকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ থেকে ৮ জানুয়ারি রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অনাবাদী জমিতে শাক-সবজি-ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালনের উদ্যোগ গ্রহণ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ শীর্ষক মতবিনিময় সভা, কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট, পুনর্মিলনীসহ বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Link copied!