মার্চ ৩, ২০২২, ০২:৫৫ পিএম
ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় গোলা হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব এ কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, ইউক্রেনে বাংলাদেশের জাহাজে টার্গেট করেই হামলা করা হয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় গোলা হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে দেশটির যুদ্ধ পরিস্থিতির ওপর।
এর আগে বুধবার রাতে বাংলাদেশি জাহাজটিতে রকেট হামলা হয়। এতে ওই জাহাজে থাকা নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর জাহাজে থাকা ব্যক্তিদের শঙ্কার মধ্যেই দিন কাটছে। এমন অবস্থায় তাদের উদ্ধারের আকুতি জানিয়ে দুইটি ভিডিও বার্তা দিয়েছেন ওই জাহাজে থাকা নাবিকরা।
সেই ভিডিওতে এক নাবিককে বারবার বলতে শোনা যায়- আমাদের বাঁচান, কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।
উল্লেখ্য, গেল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে।