ছয়দিনের সফরে সোমবার (২৪ জুলাই) ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার-বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। সোমবার (২৪ জুলাই) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকা সফরে ইমন গিলমোরমানবাধিকারসহ নানা বিষয়ে মন্ত্রী, কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইমন গিলমোর বৈঠক কবেন। এছাড়া, তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন ও রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করবেন।
পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মে মাসের প্রথম সপ্তাহে বেলজিয়াম সফরকালে ইমন গিলমোরের সাথে একাধিক বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ওইসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার-বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া, তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পাল করেছেন। তার এই বাংলাদেশ সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের প্রাক–নির্বাচন পর্যবেক্ষক মিশন ঢাকা সফর শেষ করেছেন।