ইফতার মাহফিলে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতা বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৩, ১২:১৪ এএম

ইফতার মাহফিলে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতা বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় আরও চার জনকে শোকজ করা হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতিমধ্যে ওই তিন জনের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত তিনজন হলেন- জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল খান।

বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে এই তিন জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।‘

এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত সাংবাদিকদের ফোন করে খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান কামরুজ্জামান দুলাল।

তিনি বলেন, ‘এ ঘটনায় বিএনপি নেতা আমান উল্যাহ আমান, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং শায়রুর কবির খান আহত সাংবাদিক ইমরুল আহসান জনির বাসায় তার খোঁজ খবর নিতে গিয়েছিলেন।‘

তবে ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা বলছেন, এ ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তি যুবদল নেতা মিল্টনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি।

এর আগে গত ৩১ মার্চ রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আখতার হাবিবসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। 

এ ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Link copied!