ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাসকে শেখ হাসিনার চিঠি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২১, ০৭:৩৩ পিএম

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাসকে শেখ হাসিনার চিঠি

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলাকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে কঠোর ভাষায় তার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার (১২ মে) জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা চিঠিতে তিনি এই নিন্দা জানান।

সঙ্কটময় এই পরিস্থিতিতে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতীম জনগণের পাশে বাংলাদেশের থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনায় ফিলিস্তিনিদের জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন।

মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে খ্যাত জেরুজালেমের আল আকসা মসজিদ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, পবিত্র রমজানের ২৮ রোজায় সোমবার (১০ মে) কয়েক শ’ ইসরায়েলি সেনা আল-আকসা মসজিদের ভেতরে হামলা চালায়। তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নির্দয়ভাবে হামলা চালায়। এ সময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল-আকসা মসজিদের ওপর দিয়ে উড়তে দেখা গেছে বলে জানায় আল-জাজিরা।

ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রের বরাত দিয়ে আলজাজিরার খবরে আরও বলা হয়, চিকিৎসাকর্মীদের সহিংসতার জায়গায় পৌঁছতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। কমপক্ষে ৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইসরায়েলের ‘জেরুজালেম দিবস’ কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছে। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি স্থাপনা লক্ষ্য করে বিমান থেকে গোলা ছুড়ছে। অন্যদিকে ফিলিস্তিনি হামাস যোদ্ধারা রকেট হামলা করে পাল্টা জবাব দিচ্ছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল সেনাবাহিনীর বিমান হামলা ও জেরুজালেম লক্ষ্য করে হামাসের রকেট হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনায় উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহবান জানিয়েছে জাতিসংঘ।

স্খানীয় সময় বুধবার (১২ মে) জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ দূত টর ভেনেসল্যান্ড এ বিষয়ে বলেন,‘আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছি। অবিলম্বে তা বন্ধ করতে হবে।’ ভেনেসল্যান্ড আরও বলেন, ‘এই সহিংসতা নিরসনে দু’পক্ষের নেতাদের দায়িত্ব নিতে হবে।’

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা বন্ধের আহবান জানিয়েছে আরব লীগ। সংস্থার প্রধান আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে বলেন, ‘এটি অন্যায় এবং অবিবেচনাপ্রসূত আচরণ।’

Link copied!