নির্বাচন কমিশনের (ইসি) ডাকা রাজনৈতিক সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাফি রতন।
তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, 'আমরা যাচ্ছি না এই সংলাপে। আমরা মনে করি সংলাপটি অপ্রয়োজনীয়। কারণ যে নির্বাচন কমিশন গঠন হয়েছে নির্বাচনের পক্ষের সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। কুমিল্লা নির্বাচন দিয়ে এটা ভালোমতোই প্রমাণ হয়েছে যে এই নির্বাচন কমিশনে আসলে করার কিছু নেই সরকার যা বলবে তারা তাই করবে। আমরা অতীতে অনেক কমিশনকেই প্রচুর পরামর্শ দিয়েছি। সেগুলোই বাস্তবায়ন করা জ্বরুরি আমরা মনে করি না আপাতত নির্বাচন কমিশনের সাথে সংলাপ করে সময় নষ্ট করা প্রয়োজন আছে'।
বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।
সিপিবি এ সংলাপ বর্জন করলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি তিনটি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ( ন্যাপ) ও তরিকতে ফেডারেশন দশম দিনের এ সংলাপে অংশ নিচ্ছে।
নির্বাচন কমিশনের (ইসি) সহকারী পরিচালক আশাদুল হক দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেন।