ঈদযাত্রার শুরুর দিনেই শিডিউল বিপর্যয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ০৯:৫৫ এএম

ঈদযাত্রার শুরুর দিনেই শিডিউল বিপর্যয়

শতভাগ অনলাইনে টিকিট কেনার সিস্টেম দিয়ে এবারই প্রথম ঈদযাত্রার ব্যবস্থা করেছিল বাংলাদেশ রেলওয়ে। টিকিটপ্রাপ্তদের ঈদযাত্রা শুরু হলো আজ (১৭ এপ্রিল)। রাজধানীর কমলাপুরে বাড়ি যেতে ভিড় করছেন হাজারো মানুষ। তবে ঈদযাত্রার প্রথম দিনই যাত্রীদের দুর্ভোগে ফেললো শিডিউল বিপর্যয়।

সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে গত ৭ এপ্রিল যারা আগাম টিকিট কেটেছিলেন তারা ঢাকা ছাড়ছেন। এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৩৭ জোড়া আন্তঃনগরসহ লোকাল ও মেইল ট্রেনে প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়বে।

সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে যায় কিন্তু এর পরই শুরু হয় শিডিউলের ঝামেলা।

এদিকে রবিবার (১৬ এপ্রিল) কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা হয়। যার প্রভাব পড়ে রেলের ঈদযাত্রা শিডিউলে। উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল ঠিক থাকলেও পূর্বাঞ্চলের ট্রেনের শিডিউল উলটপালট হতে থাকে। ঢাকা-চট্টগ্রাম রুটের প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছাড়ছে। ট্রেন দুর্ঘটনার প্রভাবে প্রথম দিনের শিডিউল বিপর্যস্ত হলেও বাকি দিনগুলোতে এমন হবে না বলেই আশা করছেন রেল কর্মকর্তারা।

দুর্ঘটনার কারণে রেলের ঈদযাত্রার প্রথম দিন ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীদের জন্য স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে।

এছাড়া সোমবার মহানগর প্রভাতী ট্রেনে সোনার বাংলা ট্রেনের যাত্রীদের ৫টি এক্সট্রা বগির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে।পাশাপাশি টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার সুযোগও পাচ্ছে যাত্রীরা। 

ঈদযাত্রা শুরুর দিন (সোমবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

Link copied!