আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নেয়া হয়েছে।শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ৭৭ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদকে দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এ হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়। তার শরীরের অবস্থা আগের চেয়েও ভালো বলেও জানান তিনি। তিনি আরও বলেন, উনি (তোফায়েল আহমেদ) হাতে একটু কম শক্তি কম পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লি যাচ্ছেন।
এদিকে ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থ বোধ করায় শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তার যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। তার সঙ্গে ছেলে মইনুল হোসেন বিপ্লব দিল্লি যাচ্ছেন বলেও জানান তিনি।
তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জমান।
৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।
উল্লেখ্য, ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন।