উপকূলীয় এলাকায় বইছে ঝোড়ো হাওয়া, বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২৩, ১২:১০ পিএম

উপকূলীয় এলাকায় বইছে ঝোড়ো হাওয়া, বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ে হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গত ২৮ মে থেকে দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো এলাকায় বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। তবে গতকাল বৃহস্পতিবার অতি তাপপ্রবাহ হয়নি কোথাও। বৃষ্টিও হয়েছে দেশের অনেক স্থানে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া।

Link copied!