এখন দুই শাবক নিয়ে বেলির সংসার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১০, ২০২২, ০৯:০৬ পিএম

এখন দুই শাবক নিয়ে বেলির সংসার

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হলুদ-কালো ডোরা বেঙ্গল টাইগার দম্পতি টগর আর বেলির সংসারে এসেছে দুটি শাবক। দুটি ছানার একটি এলবিনো, যার রঙ সাদা-কালো ডোরাকাটা, অন্যটির হলুদ ডোরাকাটা।

গত ৫ এপ্রিল ব্যাঘ্রশাবক দুটি জন্ম নেয়। এখানেই শাবক দুটি তাদের মায়ের সঙ্গে বড় হচ্ছে। দর্শনার্থী দেখে ভয় না পেয়ে এগিয়ে এসে খাঁচার গ্রিল ঘেঁষে দাঁড়ায় শাবক দুটি। দুই মাসের বেশি বয়সী এ দুই শাবকের চঞ্চলতা মাতিয়ে রেখেছে দর্শনার্থীদের।

গত বছর এই বাঘ দম্পতির ঘরে জন্ম নিয়ে ছিলো দুর্জয় ও অবন্তিকা, কিন্তু জন্মের প্রায় ছয় মাস মধ্যেই মারা গেছে বাঘ শাবক দুটি। সেটসি ফ্লাই নামে এক ধরনের মাছির কামড়ে ট্রাইপেনোসোমা রোগে এদের মৃত্যু হয়। এর আগে ২০১৬ সালে ট্রাইপেনোসোমায় আরেকটি বাঘ শাবক মারা গিয়েছিল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চিড়িয়াখানায় প্রথম বাঘের বাচ্চা জন্ম নেয় ১৯৯০ সালের ৫ সেপ্টেম্বর। চলতি বছর নতুন দুটি শাবক সহ এই পর্যন্ত ৪২টি বাঘের বাচ্চা জন্ম নিয়েছে।

Link copied!