এলএসডির চেয়েও ভয়ংকর মাদক উদ্ধার!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২১, ১২:৩৯ এএম

এলএসডির চেয়েও ভয়ংকর মাদক উদ্ধার!

এলএসডির পর এবার দেশে উদ্ধার হল ডায়মিথাইলট্রিপ্টামাইন (ডিএমটি) নামের এক মাদক। শনিবার (২৬ জুন) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডে অভিযান চালিয়ে এলএসডি, ডিএমটিসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের কাছ থেকে ৪০ ব্লুট এলএসডি, ৬০০ মিলিগ্রাম ডিএমটি, ৬২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

দেশে প্রথমবার পাওয়া নতুন এই মাদকদ্রব্য আগেরটির চেয়ে আরো বেশি ‘ভয়ংকর’ বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ মঈন উদ্দিন আহমেদ শাদাব (২৯), আব্রাহাম জোনায়েদ তাহের (২৫), স্বপ্নিল হোসেন (২২) ও সিমিয়ন খন্দকার (২৩)। তাদের মধ্যে দু’জন বিদেশে পড়ালেখা করেছে, বাকি দু’জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সংস্থাটি জানিয়েছে, এলএসডির মতো মুখ দিয়ে ধোঁয়ার মাধ্যমে শ্বাস নিয়ে অথবা ইনজেকশনের মাধ্যমে নেয়া যায় ডিএমটি। এটি সেবনে ৩০-৪০ মিনিট গভীর হ্যালুসিনেশন হয়। এই মাদক থেকে জীবননাশসহ মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান র‌র‌্যাব-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি বলেন, এলএসডির মতোই পোস্টাল সার্ভিসে বিদেশ থেকে আসছে ডিএমটি।

এর আগে গত ১৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু হয় এলএসডিকাণ্ডে। তাকে কার্জন হল এলাকায় এই মাদক সেবন করান তিন বন্ধু। এর প্রতিক্রিয়া শুরু হলে একটি শর্টস পরে বেরিয়ে পড়েন এবং রাস্তায় এক ডাব বিক্রেতার ভ্যানে থাকা দা নিয়ে নিজের গলায় আঘাত করেন হাফিজুর।

পরে রাজধানীর ধানমণ্ডি ও লালমাটিয়ায় অভিযান চালিয়ে ২০০টি এলএসডিসহ তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

 

Link copied!