এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বিপদ বাড়বে: মান্না

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ১২:২৯ এএম

এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বিপদ বাড়বে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বিপদ বাড়বে। কেউ নিরাপদ থাকব না। অভাব হবে তা না, ভোটাধিকার চলে গেছে তাও না, দেশের মান যাবে। বিদেশিরা বলবে বেটা টাকা দে। গলায় গামছা লাগাবে। দেশের কেউ কথা বলতে পারব না। কারণ টাকা শোধ দেওয়ার অবস্থা থাকবে না।”

রবিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত স্বাধীনতা সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, “এক সঙ্গে তিন চারজন মন্ত্রী বলছেন আমাদের অবস্থা শ্রীলঙ্কার মত হবে না। আমরা সবাই ভালো আছি। অথচ মানুষের পেটে ক্ষুধার আগুন জ্বলছে।”

মান্না বলেছেন, “শ্রীলঙ্কায় যেটা ঘটেছে, সেরকম অবস্থা বাংলাদেশেরও হতে পারে। লক্ষণ কিন্তু ভালো না। কারণ গত ৬ মাসে বাংলাদেশের রিজার্ভ কমেছে ৮ মিলিয়ন ডলার। বর্তমানে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে বিদেশ থেকে যা আমদানি করি সেই টাকা পরিশোধ করতে পারব বড়জোর ৫ মাস। তারপর টাকা থাকবে না।”

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামানোর আহ্বান জানিয়ে মান্না বলেন, “এই সরকার এমনি এমনি যাবে না। সবাই মিলে না হোক এই মঞ্চে যারা আছে তারা সবাই এক। বাকিদের বলব আপনারা আপনাদের জায়গায় এক হন। দরকার হলে আরেকটা জোট বানান। একটা সভা হবে এইখানে, আরেকটা সভা হবে পল্টনে। একটা মালিবাগে, আরেকটা হবে মতিঝিলে পুরো এলাকা ঘিরে জনগণের ঢল নামবে। সরকারকে বলব- তুই যা না হলে আমরা যাচ্ছি না।”

স্বাধীনতা সমাবেশ অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে।

Link copied!