ডিসেম্বর ১৩, ২০২১, ০৩:০৫ পিএম
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাংলাদেশেও দুই জনের শরীরে ধরা পড়ার পর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ওই বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, “কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে- তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।”
এর আগে বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বৈঠকে ওমিক্রন এবং টিকা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “আজ ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, “একটি বিষয় খেয়াল রাখতে হবে, এটা প্রধানমন্ত্রীও মন্ত্রিসভায় বারবার অনুরোধ করেছেন, উই হ্যাভ টু ভেরি ভেরি কেয়ারফুল। কারণ ওমিক্রনের চিকিৎসার প্রোটকল সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। তারা বলেছে এটা দ্রুতই ছড়ায়। এটার ইফেক্ট ডেল্টার চয়ে বেশি না। সুতরাং এত ভয়ের কিছু নেই। তবে ছড়ানোর রেট বেশি।”