ওয়াজে কোরআনের বাইরে কোনো আলোচনা করা যাবে না: ধর্ম প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৫:৫১ এএম

ওয়াজে কোরআনের বাইরে কোনো আলোচনা করা যাবে না: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্মীয় ওয়াজ মাহফিলে কোরআনের বাইরে কোনো আলোচনা বা অপব্যাখ্যা করা যাবে না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি’ শিরোনামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শতাধিক নেতা ও আলেম-ওলামাদের উদ্দেশে বলেন, ‘যারা ওয়াজ-মাহফিল করেন, বাংলাদেশের যেখানেই ওয়াজ-মাহফিল হোক না কেন, সেখানে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। যদি কোরআনের আলোকের বাইরে কেউ অন্য কোনো আলোচনা করতে চায়, তাহলে আমাদের প্রশ্ন আছে। পবিত্র কোরআন শরিফে যা আছে, সেটার ওপর তাঁরা আলোচনা করবেন। যার যার ধর্মে যা আছে, সেই ধর্মের আলোচনা করতে পারবেন। শুধু এ সুযোগ আছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা উগ্রপন্থী আছে, তারা যাতে কোরআনের মূল আলোচনার বাইরে কাজ করতে না পারে, আলেম-ওলামাদের সেই দায়িত্ব নিতে হবে, উগ্রপন্থীরা যেন মাথাচাড়া দিয়ে না ওঠে; ডিসি-এসপিরা এই উগ্রপন্থীদের ওয়াজের অনুমোদন দেবেন না।’ প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন,‘আমি বলব না সরকারের পক্ষে কথা বলুন, সরকারের বিপক্ষে লোক থাকতে পারে, বিএনপি-জাতীয় পার্টি থাকতে পারে, কিন্তু সবাইকে পবিত্র কোরআনে যা আছে, সেটার ওপরে যেন ব্যাখ্যাটা দেন। এর বাইরে কোনো অপব্যাখ্যা যেন না হয়। তাহলে কোনো ওয়াজ-মাহফিল থাকবে না।

Link copied!