কক্সবাজারের রামুতে আটক হয়েছে ইয়াবার বড় একটি চালান। শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রামু উপজেলার কক্সবাজার টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ একটি সিএনজি অটোরিকশা ও তার চালককে আটক করে বিজিবি। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
আটককৃত অটোরিকশা চালকের নাম তোফায়েল (১৯)। সে রামুর চাকমারকুল ইউনিয়নের ডিংগাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদ ছিল, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় প্রচুর পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবি। বেলা সাড়ে ১১টায় একটি আটকবকৃত অটোরিকশাকে থামিয়ে ওই গাড়ির যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক বলেন, চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে, ইয়াবাগুলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির পূর্ব খরুলিয়া গ্রামের মৃত কালামিয়ার ছেলে মো. বাদশা মিয়ার। সে কেবল টাকার বিনিময়ে ইয়াবা পরিবহন করে।
সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক চালক তোফায়েলকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।