বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরিবার ও দলের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, সেলিমা রহমান বিএনপি সরকারের আমলে ২০০১-২০০৬ পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।